Bangla Poem
- Samit Bin Alam
- Jul 18, 2020
- 1 min read
My Blog ste: https://samitalam.blogspot.com/
FB Post Link: https://www.facebook.com/shahriar.hossain.794628/posts/712212846301289?comment_id=714982262691014&reply_comment_id=714995766022997¬if_id=1595057157132377¬if_t=mentions_comment বন্ধুত্ব শাহরিয়ার হোসেন
বন্ধুত্ব কোনো এক শঙখচিলের হাহাকার যেথায় আসে মিশে সব অর্থহীন অহংকার। এ যেন এক বাবুই পাখির বাসা অনালোচিত কোনো শিল্পির নিজের হাতে আকাঁ।। বন্ধুত্ব নানা অজুহাতে আপন করে নেওয়া ডাহুকের মতো মিষিট করে ডাকা। এ যেন সেগুন গাছের সবচেয়ে বড় ডালখানি যেথায় এসে বসে শালিক-ঝিরিয়ে নেয় একটুখানি।। বন্ধুত্ব ক্যাম্পাসের বিনা কারনে বসে যাওয়া সে আডডা এ যেন কোনো এক অখ্যাত কবির অপূর্ন কবিতা। না ভুল বলেছি বন্ধুত্ব উপরের কোনো কিছুই না সব কিছুর মতোন এরও পরিনতি মুছে যাওয়া। নশ্বর এই দুনিয়ায় অবিনশ্বর শুধু অনুভব তাই সব কিছু ফেরিয়ে যেন বন্ধুত্বেরই জয় হোক।।

Comments